এক নজরে
রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় একমাত্র সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ বাংলাদেশের কারিগরি শিক্ষাঙ্গনে একটি সুপরিচিত এবং সর্বজন স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান। মানব সম্পদ উন্নয়ণ এবং দারিদ্র্য বিমোচনের জন্য কারিগরি শিক্ষার অবদান অনস্বীকার্য। এতদাঞ্চলের বিশাল জনগোষ্ঠিকে কারিগরি শিক্ষার মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করাই এ প্রতিষ্ঠানের দায়িত্ব। বিশ্বায়নের সাথে তাল মিলিয়ে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় এ প্রতিষ্ঠান যুগোপযোগী ও লাগসই কারিগরি শিক্ষা প্রদান করে আসছে। দক্ষ কারিগরি নাগরিক গড়ে তোলার লক্ষ্যে ও কারিগরি শিক্ষা মান উন্নয়নের লক্ষ্যে ২০২২ শিক্ষাবর্ষ থেকে শেখ কামাল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ- এর যাত্রা শুরু হয়। বর্তমানে এই প্রতিষ্ঠানে জেএসসি (ভোক), এসএসসি (ভোক) এবং এইচএসসি (ভোক) শিক্ষা কার্যক্রম অব্যাহত আছে। চারটি ভিন্ন ভিন্ন টেকনোলজিতে সুদক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান আছে। প্রতিষ্ঠানটি ১০০টি উপজেলায় ১টি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ নির্মাণ প্রকল্পের আওতায় নির্মাণ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন শেখ কামাল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা শহরের প্রাণকেন্দ্র বালিয়াকান্দি-রাজবাড়ী সড়ক সংলগ্ন ইলিশকোল এলাকায় অবস্থিত, যার পশ্চিম পাশ ঘেঁষে বয়ে চলেছে বালিয়াকান্দির ঐতিহ্যবাহী চন্দনা নদী, উত্তর দিকে এই উপজেলার নিরাপত্তার জন্য নিবেদিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, দক্ষিণে বালিয়াকান্দি সরকারি কলেজ, দক্ষিণ পশ্চিমে বালিয়াকান্দি উপজেলা পরিষদ,বালিয়াকান্দি থানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আর পূর্বে ছায়া ঘেরা সবুজ বনানী যা দেখে মনে হয় যেনো সবুজের কোলে ঘুমিয়ে আছে বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল-এঁর অম্লান স্মৃতিবিজড়িত শেখ কামাল সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজ। এ প্রতিষ্ঠানটি মানব সম্পদ উন্নয়ন,বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনের জন্য অত্র এলাকার একটি স্বনামধন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যা ২০২২ শিক্ষাবর্ষ থেকে একাডেমিক কার্যক্রম শুরু করেছে। উল্লেখ্য, বর্তমান শিক্ষাবর্ষে অত্র প্রতিষ্ঠানে ৬ষ্ঠ-১১দশ শ্রেণিতে ছয়শত ছয়জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে।
এইচএসসি স্তরঃ
১। বিল্ডিং কন্সট্রাকশন অ্যান্ড মেইনটেন্যান্স
২। ইলেকট্রিক্যাল ওয়ার্কস অ্যান্ড মেইনটেন্যান্স
৩। অটোমোবাইল
৪। ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন
এসএসসি স্তরঃ
১। সিভিল কন্সট্রাকশন অ্যান্ড সেফটি
২। জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস
৩। অটোমোবাইল ও অটো-ইলেকট্রিক বেসিকস
৪। ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন
জেএসসি স্তরঃ ৬ষ্ঠ-৮ম শ্রেণি পর্যন্ত (সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি বিষয়ে পাঠদান)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস